বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

একজন শিক্ষক চালাচ্ছেন শেরেবাংলার দন্ত বিভাগ

একজন মাত্র শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের দন্ত বিভাগ। গত তিন বছর আগে চালু হওয়া দন্ত বিভাগে এ পর্যন্ত ভর্তি হয়েছে ১৫০ শিক্ষার্থী। শিক্ষক সংকটসহ নানা সমস্যার কারণে ইতিমধ্যে অন্যত্র চলে গেছে ৬৭ জন। শিক্ষার্থীদের অভিযোগ দন্ত বিভাগের কোর্স হচ্ছে নামেমাত্র। নিজম্ব শিক্ষক নেই। অন্য বিভাগের শিক্ষকরা তাদের ক্লাস নেন। তাই তারা ঠিকমতো সব কিছু বুঝে উঠতে পারেন না। নেই আলাদা ক্লাস রুম ও আবাসন ব্যবস্থা। এমনকি হাতেকলমে প্রশিক্ষণ (ইন্টার্নি) নেওয়ার জন্য হাসপাতালের দন্ত বিভাগেও নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা। কোর্স শেষে কাগুজে একটি সার্টিফিকেট পেলেও তারা কিছুই শিখতে পারেনি। এতে কর্মজীবনে গিয়ে তারা পড়বেন মহা সমস্যায়। দন্ত বিভাগ সূত্র জানায়, ২০১১-১২ শিক্ষাবর্ষে দন্ত বিভাগ চালু হওয়ার পর প্রতি বছরই ৫০ শিক্ষার্থী ভর্তি হয়। বর্তমানে তৃতীয় বর্ষে ১৫ জন, দ্বিতীয় বর্ষে ৩৮ জন এবং প্রথম বর্ষের ৩০ জন শিক্ষার্থী রয়েছে এখানে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে আরও ৫০ শিক্ষার্থী ভর্তি অপেক্ষায় রয়েছে। দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব, মাসুদ ও সাদলী জানান, স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী প্রতি ১০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার কথা। সে হিসেবে কলেজের দন্ত বিভাগে শিক্ষক প্রয়োজন ১৫ জন। কিন্ত ইউনিটের একমাত্র শিক্ষক হচ্ছেন সহকারী অধ্যাপক ডা. শাহরিয়ার কাদের। এ কারণে হাসপাতালের চারজন দন্ত চিকিৎসক তাদের ক্লাস নেন।

সর্বশেষ খবর