বাঙালির জীবনে ঐতিহাসিক ৭ মার্চ স্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু রমনার রেসকোর্স ময়দানে উত্তাল জনসমুদ্রে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এ ভাষণের মধ্যে আমাদের স্বাধীনতার সুস্পষ্ট দিক নির্দেশনা ছিল। ঐতিহাসিক সেই ভাষণ নিয়ে এ পর্যন্ত বহু আলোচনা হয়েছে। সম্প্রতি 'বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইতিহাস ও তত্ত্ব' শীর্ষক একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এটি সম্পাদনা করেছেন দেশের বিশিষ্ট ফোকলোর গবেষক ড. আবদুল ওয়াহাব। এ গ্রন্থে ওই ভাষণের বহুমাত্রিক ব্যাখ্যা প্রদান করেছেন-দেশের ৫৭ জন বিশিষ্ট ব্যক্তি। ১০টি অধ্যায়ে বিভক্ত এ গ্রন্থের প্রতিটি রচনার ভেতর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের অন্তর্গত ইতিহাস চেতনা, হাজার বছরের বাঙালি জাতির জীবন সংগ্রাম ও পার্থিব অভিযাত্রার কথা বর্ণনা করা হয়েছে। বঙ্গবন্ধুর ভাষণে সামষ্টিক চিন্তা, দেশপ্রেম, সমাজের মঙ্গলচিন্তা এবং শ্রেণিচেতনাজাত দ্বান্দ্বিকতার সম্মিলিত ব্যাখ্যার বহিঃপ্রকাশ ঘটেছে। ৫৪৫ পৃষ্ঠার মূল্যবান এ গ্রন্থটির দাম ৭৫০ টাকা।
সূত্র : মাওলা ব্রাদার্স, ৩৯/১ বাংলাবাজার, ঢাকা।