বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

চট্টগ্রামে পূজামণ্ডপে সম্ভাব্য প্রার্থীদের কৌশলী প্রচারণা

পৌরসভা ও ইউপি নির্বাচন

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে চট্টগ্রামে সম্ভাব্য পৌর মেয়র, কাউন্সিলর ও ইউপি চেয়ারম্যানরা বিভিন্ন পূজামণ্ডপে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের মাঝে আগাম নির্বাচনী প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়ে নিজেদের গ্রহণযোগ্যতাও যাচাই-বাছাই করছেন। চট্টগ্রাম জেলার ১৪টি উপজেলা ও ১২টি পৌরসভার মেয়র ও চেয়ারম্যানসহ অন্য প্রার্থীরা পূজার অনুষ্ঠানে অংশ নিয়ে কুশল বিনিময়, বিভিন্ন প্রতিশ্রুতি ও আর্থিক অনুদানও দিচ্ছেন। বিভিন্ন স্থানে প্রার্থীরা ‘কৌশলে’ প্রচারণা, সামাজিক যোগাযোগের মাধ্যমসহ বিভিন্ন অনুষ্ঠানেও প্রতিনিয়ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে দুর্গাপূজা উপলক্ষে শারদীয় শুভেচ্ছার পোস্টার ব্যানারেও ছেয়ে গেছে পুরো মণ্ডপের আশপাশ। আগামী ডিসেম্বরে সারা দেশের মতো চট্টগ্রামের মীরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, রাউজান, হাটহাজার, রাঙ্গুনিয়া, পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, সন্দ্বীপ, লোহাগাড়া, চন্দনাইশ, বোয়ালখালী ও সাতকানিয়ায় এসব পৌরসভা ও ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাউজান প্রতিনিধি প্রদীপ শীল জানান, রাউজানে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা এলাকায় নির্ঘুম ঘুরে বেড়াচ্ছেন। এতে ব্যক্তিগতভাবেও বিভিন্ন প্রতিশ্রুতির পাশাপাশি তাৎক্ষণিক অনুদানও দিচ্ছেন। প্রচারণায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম চৌধুরী বেবী, সাবেক পৌর মেয়র দেবাশীষ পালিত, বর্তমান চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, ভূপেষ বড়–য়া, আবদুর রহমান চৌধুরী ও কাউন্সিলর শামিমুল ইসলাম।

মিরসরাই প্রতিনিধি এম আনোয়ার হোসেন জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮৩টি পূজামণ্ডপ সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীদের কৌশলী প্রচারণায় মুখর।

সর্বশেষ খবর