বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

জোর করে স্বাক্ষর আদায় নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ উচ্চবিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের চাকরির মেয়াদ থাকার পরেও তার কাছ থেকে অবসর গ্রহণের কাগজে জোর করে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে। স্কুল পরিচালনা কমিটির কয়েকজন কুরবান আলী নামের ওই শিক্ষককে ডেকে নিয়ে এ কাজ করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে পাল্টা-পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সবুর জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে ওই শিক্ষক থানায় লিখিত অভিযোগ করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মীরগঞ্জ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক কুরবান আলীর চাকরির মেয়াদ শেষ হবে আগামী ২২ ডিসেম্বর। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির কয়েকজন সদস্য তার জায়গায় অন্য একজনকে নিয়োগ দিতে তৎপরতা শুরু করেন। শিক্ষক নিয়োগের ক্ষমতা সরকারের কাছে চলে যাওয়ার খবরে তারা আগেভাগেই কাজটি করে রাখতে চান। কিন্তু এখনো দুই বছর চাকরি থাকায় স্কুল পরিচালনা কমিটির সদস্যরা তা পারছিলেন না। ফলে গতকাল সকালে স্কুল পরিচালনা কমিটির সদস্য গাজিউর রহমান, কাজিম উদ্দিন, আনিসুর রহমানসহ আরও কয়েকজন ওই শিক্ষককে একটি ফার্মেসিতে ডেকে জোর করে অবসর গ্রহণের কাগজে স্বাক্ষর করিয়ে নেন। শিক্ষক কুরবান আলীর কাছ থেকে জোর করে স্বাক্ষর নেওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সঙ্গে কমিটির ওই সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ খবর