বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

বিদ্যুতের আসা-যাওয়ার খেলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে হঠাৎ করে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। এক সপ্তাহের বেশি সময় ধরে লোডশেডিংয়ের মাত্রা বাড়ছেই। এতে দুর্গাপূজার সময় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। গরমের তাপমাত্রা কমে যখন শীতের আমেজ, তখন রাজশাহীতে অব্যাহত লোডশেডিংয়ে হতাশ নগরবাসী। সকাল থেকে শুরু হয়ে ভোর রাত পর্যন্ত দিনে কমপক্ষে ১০ বার করে চলছে বিদ্যুতের আসা-যাওয়ার খেলা। বিদ্যুৎ বিভাগের দাবি, রাস্তার পাশের গাছ কাটার কারণে এ সমস্যা হয়েছে। তবে নগরীতে গাছ কাটার কোনো তৎপরতা দেখা যায়নি গত এক সপ্তাহে। গতকালও বিভিন্ন এলাকায় কয়েক দফা লোডশেডিংয়ের ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর