রাজধানীর বেশির ভাগ গণপরিবহনে ‘কম স্টপেজ’ কিংবা ‘সিটিং সার্ভিস’ লিখে সিটের বাইরে দাঁড় করানো যাত্রী নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। দীর্ঘদিন এ অবস্থা চললেও বিষয়টি দেখার কেউ নেই। আর যাত্রীরা বাধ্য হয়ে কষ্টের টাকা তুলে দিচ্ছেন কন্ডাক্টরের হাতে। জানা গেছে, রাজধানীর সার্ভিসগুলোর বেশির ভাগ যাত্রাস্থল মিরপুর। গাবতলী, আনসার ক্যাম্প, মিরপুর-১, ২, ১০ ও ১২ নম্বর হয়ে যেসব বাস কুড়িল, নতুনবাজার, উত্তরা এবং বনানী হয়ে বাড্ডা, বনশ্রী যাচ্ছে সেগুলোর সর্বনিম্ন ভাড়া ২৫ থেকে ৩০ টাকা। মিরপুর থেকে পল্টন, গুলিস্তান, যাত্রাবাড়ী, আজিমপুর কিংবা সদরঘাটের বাসগুলোতেও নেওয়া হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা। কিন্তু এতে সিটিংয়ের বালাই নেই। গাড়ির নির্দেশনা অনুযায়ী, এক সিট কেবল একজনের কাছে বিক্রি করার কথা বলা হলেও বিক্রি হচ্ছে অন্তত ৩ জনের কাছে। আবার লোকাল সার্ভিসের মতো যেখানে যাত্রী সিগন্যাল দিচ্ছে, সেখানে থামানো হচ্ছে। ফলে বাড়তি ভাড়া দিয়ে যেমন যাত্রীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না, তেমনি যেখানে সেখানে গাড়ি দাঁড় করিয়ে যানজটের নগরীতে আরও যানজট বাড়িয়ে দেওয়া হচ্ছে। শরীফ খান নামে এক বেসরকারি চাকরিজীবী অভিযোগ করেন,মিরপুর কালশি থেকে কুড়িল বিশ্বরোড যেতে বাস ভাড়া গুণতে হয় ৫০ টাকা। আবার গাড়ি সিটিংয়ে চলার কথা থাকলেও চলে না। ইচ্ছে মতো যাত্রী তোলা হয়। রাজধানীর ইসিবি চত্বর থেকে শেওড়া বাজার যাতায়াতকারী এক গার্মেন্ট শ্রমিক মামুন জানান, তাকে শুধু জিল্লুর রহমান ফ্লাইওভার পার হতেই দিতে হয় ২৫ টাকা। তিনি প্রশ্ন রেখে বলেন, এক কিলোমিটারের ভাড়া কি ২৫ টাকা হতে পারে। কেবল মামুন কিংবা শরীফ নয়, কথা হওয়া সবারই একই কথা।
শিরোনাম
- ৫ বছরের চুক্তিতে নতুন ঠিকানায় বায়েনা
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ