শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর চক্রান্ত রুখতে হবে

—ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর চক্রান্ত দেশবাসীকে রুখে দিতে হবে। আবারও দাম বাড়ানো হলে জনজীবনে দুর্বিষহ অবস্থা নেমে আসবে।

গতকাল পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হারিয়ে যাবে। জনগণের জীবনযাপন কঠিন হয়ে পড়বে। কৃষি ও শিল্প উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই এ ধরনের পরিকল্পনা থেকে সরকার সরে না এলে দেশবাসী জীবন বাঁচানোর তাগিদে রাস্তায় নেমে আসতে পারে। তিনি বলেন, সরকার জনগণের চিন্তা বাদ দিয়ে নিজেদের আখের গোছাতে গ্যাসের দাম বৃদ্ধির চক্রান্ত করছে।

সর্বশেষ খবর