শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

চীনে চালু হলো ইউনূসের গ্রামীণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

চীনের হেনান প্রদেশে গ্রামীণ ক্ষুদ্রঋণ কর্মসূচির ৬টি শাখা উদ্বোধন করলেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। ২৬ ফেব্রুয়ারি শাখাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। জংইউয়ান ব্যাংক ও গ্রামীণ চায়নার যৌথ উদ্যেগে এই শাখাগুলো পরিচালিত হবে। গ্রামীণ চায়না পরিচালিত এই নতুন কর্মসূচির জন্য ঋণ মূলধন ও পরিচালনা ব্যয় অর্থায়ন করবে জংইউয়ান ব্যাংক। রাজধানীর ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানায়। এর আগে একই দিন জেংজুতে অবস্থিত চীনা কমিউনিস্ট পার্টি অফিসে প্রফেসর ইউনূস ও তার সফরসঙ্গীদের স্বাগত জানান হেনান প্রদেশের প্রাদেশিক সরকারের চীনা কমিউনিস্ট পার্টির নেতা সেক্রেটারি জি ফু জান।

সর্বশেষ খবর