বুধবার, ৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সোনা চোরাচালান মামলায় শুল্ক কর্মকর্তা কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সোনা চোরাচালানের সহযোগিতার অভিযোগে এক শুল্ক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। আনিসুর রহমান নামের ওই সহকারী রাজস্ব কর্মকর্তা গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর দায়রা জজ মো. শাহে নূর।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১ নভেম্বর দুবাই থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন আলাউদ্দিন চৌধুরী। লাগেজ হারিয়ে গেছে বলে অভিযোগ জানিয়ে ওই দিন তিনি বিমানবন্দর ত্যাগ করেন। পরদিন বিমানবন্দরের ‘হারানো ও প্রাপ্তি’ শাখায় আলাউদ্দিনকে নিয়ে হাজির হন তখনকার ব্যবস্থাপকের ব্যক্তিগত সহকারী মোমেন মোকসেদ। তারা লাগেজটি ‘নিয়ম বহির্ভূতভাবে’ ছাড় করাতে চাইলে স্ক্যান করে তাতে ২৫টি সোনার বার পাওয়া যায়। বিপদ বুঝতে পেরে ওই দুজন সেদিন সটকে পড়েন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর