বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

এসডিজি অর্জনে সহায়তা না পেলেও এগিয়ে যাবে বাংলাদেশ : মুহিত

প্রতিদিন ডেস্ক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাইরে থেকে প্রয়োজনীয় অর্থ সহায়তা না পেলেও অভ্যন্তরীণ তহবিল গঠন করে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরসংলগ্ন একটি হোটেলে ‘টেকসই উন্নয়নের পথে এমডিজির শিক্ষা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী বক্তব্যে এ কথা বলেন। খবর : এনআরবি নিউজের। অর্থমন্ত্রী বলেন, এসডিজি অর্জনে যে ধরনের অর্থ সহায়তা প্রয়োজন, তা পাওয়ার কোনোই সম্ভাবনা নেই। তাই বলে কি আমরা থেমে থাকব? নিশ্চয়ই না। আমরা অভ্যন্তরীণভাবে তহবিল গঠনের বহুবিধ প্রক্রিয়া অবলম্বন করেছি। সামগ্রিক উন্নয়নে সবাইকে একযোগে কাজের জন্য বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করছি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর