বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইনক্রিমেন্ট দাবিতে শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতার দাবিতে গতকাল সারা দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক নেতা শাহজাহান আলম সাজুকে ফেসবুকে হত্যার হুমকিদাতাদের গ্রেফতারেরও দাবি জানান তারা। স্বাধীনতা শিক্ষক পরিষদের আয়োজনে সারা দেশে এ কর্মসূচি পালিত হয়।

প্রেস ক্লাবের সামনের মানববন্ধনে শাহজাহান আলম সাজু, অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী, অধ্যক্ষ মো. সাইদুর রহমান পান্নাসহ অন্যরা বক্তব্য দেন। অধ্যক্ষ শাহজাহান আলম সাজু তার বক্তব্যে বলেন, এ সরকারের শাসনামলে শিক্ষা ক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছে। শিক্ষকদের ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান, জাতীয় বেতনস্কেলে অন্তর্ভুক্ত করা, কল্যাণ ও অবসর বোর্ডের জন্য বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। বেসরকারি শিক্ষক কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতার দাবি জানান তিনি। আগামী জাতীয় নির্বাচনের আগেই শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি অনুরোধ জানান।

সর্বশেষ খবর