রবিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ধানমন্ডি লেকে ডুবে মারা গেল শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি লেকের পানিতে ডুবে মোশারত খন্দকার ইমি (১৭) নামে ‘এ’ লেভেলের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রাতে এ ঘটনা ঘটে।  অচেতন অবস্থায় রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। কিশোরীর পরনে ছিল টি-শার্ট আর প্যান্ট। পুলিশের ধারণা, মেয়েটি লেকে ঝাঁপ দিয়ে তলিয়ে যায়। ইমির বাবা লিয়াকত হোসেন লিটু কাতার প্রবাসী। মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিংয়ে তাদের বাসা। ‘ইউরোপ স্টান্ডার্ড’-এর ‘এ’ লেভেলের ছাত্রী ছিল। গতকাল রাত ১০টার দিকে লেকের পানিতে ইমি তলিয়ে যেতে থাকলে স্থানীয় দুই যুবক তাকে উদ্ধার করে। তাদের একজন আবদুল আলীম বলেন, আমরা দুই বন্ধু লেকের পাশে বসে গল্প করছিলাম। এ সময় হঠাৎ পানিতে ঝাঁপিয়ে পড়ার শব্দ পাই। পরে দেখতে পাই একজন পানিতে হাবুডুবু খাচ্ছে। এর আগে মেয়েটি পারে বসে সিগারেট খাচ্ছিল। পরে আমরা গিয়ে তাকে উদ্ধার করে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাই। স্বজনদের সংবাদ দেই। ইমির খালাতো বোন সাথী জানায়, ইমি ‘ইউরোপ স্টান্ডার্ড’ নামে একটি ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানে ‘এ’ ‘লেভেল’-এ পড়াশোনা করত।

 তিন বোনের মধ্যে ইমি ছিল দ্বিতীয়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ খবর