শিরোনাম
বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভুয়া ডিবি পুলিশের স্বীকারোক্তি

তাদের টার্গেট ঠিক হতো গুলিস্তানে

মাহবুব মমতাজী

প্রথমে তারা কোনো ব্যবসায়ী কিংবা সম্ভ্রান্ত কোনো যাত্রীকে টার্গেট করত। এরপর তাকে যাত্রী হিসেবে গাড়িতে তুলে নিয়ে যেত। এসব কাজ গুলিস্তান থেকে মাওয়াঘাট, আবদুল্লাহপুর এবং গাবতলী থেকে আমিনবাজার ও সাভার রাস্তায় ঘটানো হতো। টার্গেট করা যাত্রীকে গাড়িতে তুলে নেওয়ার পর তার চোখ, মুখ স্কচটেপ দিয়ে আটকে দেওয়া হতো এবং চোখে কালো চশমা পরিয়ে দেওয়া হতো। এরপর শুরু হতো অ্যাকশন। অস্ত্রের মুখে এবং বেদম মারপিটে তাদের সঙ্গে থাকা মোবাইলফোন, ব্যাংকের এটিএম কার্ডে থাকা সব টাকা উত্তোলন করে নেওয়া হতো।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) জিজ্ঞাসাবাদে এসব জানিয়েছেন রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার হওয়া ছয় ভুয়া ডিবি পুলিশ। গত ২৪ অক্টোবর আদালতে প্রত্যেকে এসব ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। গ্রেফতারকৃতরা হলো— শামীম হোসাইন, আল আমিন, সেন্টু, লিটন, সুধির দাস ও আবু রায়হান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর