বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
দুদকের অভিযান

চট্টগ্রামে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আতঙ্ক

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে এখন দুদক (দুর্নীতি দমন কমিশন) আতঙ্ক বিরাজ করছে। ১১টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দুদকের ঝটিকা অভিযানের পর চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীসহ দায়িত্বশীল সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকের মধ্যে অভিযান আতঙ্কের চাপও দেখা যায়। ফলে সবাই এখন সতর্ক আছেন বলে খোঁজ নিয়ে জানা যায়। ভুক্তভোগী রোগীরা এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি হাসপাতালসমূহে সাধারণ রোগীরা নানাভাবে ভোগান্তির শিকার হন। আশা করা যায় অভিযানের কারণে চিকিৎসকরা নির্ধারিত সময় পর্যন্ত হাসপাতালে সেবা প্রদান করবেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক অনুপস্থিতির বিষয়টি আমরা কঠোরভাবে মনিটরিং করি। যখন কোনো চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ আসে, তখনই তাকে কারণ দর্শানোর নোটিস দিয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। তা ছাড়া কর্মক্ষেত্রে অনুপস্থিতির কারণে বেশ কিছু চিকিৎসককে রোহিঙ্গা ক্যাম্প ও পাহাড়ি এলাকায় শাস্তিমূলক বদলি করেছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়।’

প্রসঙ্গত, দেশের বিভিন্ন স্থান থেকে দুদকের অভিযোগ কেন্দ্রে (১০৬) আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একযোগে আট জেলার ১১টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম। এর মধ্যে ঢাকার তিনটি, ময়মনসিংহ, টাঙ্গাইল, রংপুর, রাজশাহী, দিনাজপুর, কুষ্টিয়ার একটি করে এবং পাবনার দুটি হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন হাসপাতালে নিয়োজিত মোট চিকিৎসকের উপস্থিতির হার ৪০ ভাগ, ঢাকায় অনুপস্থিতির হার ১০ এবং ঢাকার বাইরে অনুপস্থিতির হার ৬১ শতাংশের বেশি বলে জানায় সংস্থাটি।

সর্বশেষ খবর