খুলনার দৌলতপুরে শুক্রবার রাত ১১টার দিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মিরাজুল ইসলাম মিরাজ (২৭) নামের এক ডাকাত নিহত হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে। মিরাজ ফুলবাড়িগেট জাব্দিপুর এলাকার মুজিবর রহমানের ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোস্তাক আহমেদ জানান, রাতে সেনপাড়া এলাকা থেকে ১০ মামলার আসামি মিরাজকে আটক করা হয়। এরপর চুরি করা মালামাল উদ্ধারের জন্য রাতে তাকে নিয়ে কৃষি কলেজের পেছনে বড় মাঠ এলাকায় গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের একপর্যায়ে মিরাজ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ঘটনাস্থল থেকে একটি এলজি, বন্দুকের ২ রাউন্ড গুলি, ২টি রামদা, একটি ছুরি, একটি স্ক্রু ড্রাইভার, চুরি করা বিভিন্ন মালামাল ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এদিকে খুলনার ডুমুরিয়ায় দোতলা বাড়ির গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গৃহকর্তা নারায়ণ রাহাকে (৭১) গুরুতর জখম করেছে। পরে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকাসহ ১১ লাখ টাকার মালামাল লুট করে। গতকাল ভোররাতে উপজেলার চাকুন্দিয়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। মালামাল লুট করে পালানোর সময় গ্রামবাসী তিন ডাকাতকে আটক করে। এর মধ্যে দুজনকে গণপিটুনি দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ডুমুরিয়ায় ডাকাতির ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শনিবার ভোররাতে ৫/৬ জনের ডাকাতদল চাকুন্দিয়া গ্রামে দোতলার জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে। তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে মালামাল নিয়ে পালানোর সময় স্থানীয়রা বাধা দিয়ে বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় আটক ডাকাতদের বিরুদ্ধে মামলা হয়েছে।
শিরোনাম
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
- ফোনে অশ্লীল বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও জরিমানা
- খুলনায় নবায়নযোগ্য শক্তি বিষয়ক বিতর্ক উৎসব শুক্রবার
- চুক্তির আমলাদের হাতেই প্রশাসনের লাগাম
- জাতিসংঘের প্রতিনিধিদল ঢাকায় আসছে
- কুমার বিশ্বজিতের সুরে কিশোরের নতুন গান
- লাবুশেনের ব্যাটে রানের ফোয়ারা
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- সিরাজগঞ্জে অটোচালক হত্যার রহস্য উদঘাটন, তিনজন গ্রেফতার
- শাবিপ্রবি ছাত্রদল সভাপতির উদ্যোগে মুক্ত দুই ছাত্র ইউনিয়ন নেতা
- আশুলিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ৬ ইটভাটা
- নাফ নদে ৬ রোহিঙ্গা জেলেকে অপহরণ
- আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করল হামাস
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
খুলনায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
গৃহকর্তাকে কুপিয়ে ১১ লাখ টাকা ডাকাতি
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর