বুধবার, ২০ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশ ভারতের সঙ্গে ত্রিপক্ষীয় বিদ্যুৎ প্রকল্প নিয়ে কাজ করছে

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

ভুটানে ১১২৫ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্পে ত্রিপক্ষীয় বিনিয়োগের জন্য বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে আলোচনা চলছে। গতকাল নয়াদিল্লিতে জওহরলাল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ভরদ্বাজ। বাংলাদেশের হাইকমিশনার তার বক্তৃতায় বলেন, ত্রিপক্ষীয় আরেকটি জলবিদ্যুৎ কেন্দ্র নেপালে স্থাপনের বিষয় বিবেচনা করছে বাংলাদেশ, ভারত ও নেপাল। তিনি জানান, নেপাল থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করার জন্য বাংলাদেশ ২০১৭ সালের এপ্রিলে সমঝোতা স্মারকে সই করেছে। সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে বাংলাদেশ বিদ্যুৎ খাতে ভারতের সঙ্গে সম্পৃক্তি প্রসারিত করেছে। তিনি বলেন, ঢাকা ও নয়াদিল্লি এখন বাংলাদেশ-ভারত-নেপাল-ভুটানের মধ্যে উপ-আঞ্চলিক সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার পথে এগিয়ে চলেছে। বাংলাদেশের হাইকমিশনার বলেন, তার দেশ ২০১৭ সালের ৩০ নভেম্বর পাবনায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করার মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুতের যুগে পদার্পণ করেছে। প্রকল্পের নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখানে উৎপাদন হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা দিচ্ছে রাশিয়া ও ভারত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর