মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

অচল রোকেয়া বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, রংপুর

অচল রোকেয়া বিশ্ববিদ্যালয়

টানা ১৯ দিন কর্মবিরতি পালন করছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়টি কার্যত অচল হয়ে পড়লেও সাড়া মিলছে না কর্তৃপক্ষের। কর্মচারীদের দাবিগুলোর কয়েকটি হলো- আগামী সিন্ডিকেটের আগে কর্মচারীদের নীতিমালা পাস, চলতি মাসেই ৫৮ কর্মকর্তা-কর্মচারীর বকেয়া পরিশোধ, দ্রুত পেনশন নীতিমালা বাস্তবায়ন, সাময়িক বরখাস্তকৃতদের চাকরিতে পুনর্বহাল ও মাস্টারোল কর্মচারীদের চাকরি স্থায়ী করা। কর্মচারী ইউনিয়নের সভাপতি নুর আলম বলেন, ‘যৌক্তিক দাবিগুলো মেনে না নেওয়া পযর্ন্ত সর্বাত্মক কর্মবিরতি চলতেই থাকবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর