বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

এমপি সেলিনার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রতিদিন ডেস্ক

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে হারাতে মাঠে নেমেছেন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) সেলিনা ইসলাম। তিনি নির্বাচনী রীতি-নীতি উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। এই উপজেলার দলীয় নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন সিকদারের পক্ষে কাজ করছেন। কিন্তু এর মধ্যে স্বতন্ত্র এমপির এলাকায় অবস্থান নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা প্রশাসনের কাছে সুষ্ঠু নির্বাচনের দাবি       জানিয়েছেন। প্রসঙ্গত, কুমিল্লার  মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া দুই কেন্দ্রের ভোট আজ। গত ৩১ মার্চ অনুষ্ঠিত মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে  বৈদ্ধনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি কেন্দ্রের ভোট অনিয়মের অভিযোগে বন্ধ করে দেওয়া হয়। দুটি কেন্দ্রে মোট ভোট ৫০৫২। আগের প্রাপ্ত ভোটে নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল্লাহ মিয়া রতন সিকদার স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলামের (আনারস প্রতীক) থেকে ১৯৩৭ ভোটে এগিয়ে রয়েছেন।

সর্বশেষ খবর