রবিবার, ১২ মে, ২০১৯ ০০:০০ টা

জাকাত আদায় না করলে সম্পদ পবিত্র থাকে না

নিজস্ব প্রতিবেদক

‘পবিত্র জাকাত আদায় করা ফরজ এবং আত তাকউইমুশ শামসি সন ব্যবহারের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, পবিত্র জাকাত আদায় না করলে সম্পদের পবিত্রতা নষ্ট হয়। মিশ্রিত হয়ে অন্য ধন-সম্পদও হারাম হয়, নামাজ ও দোয়া কবুল হয় না। আল্লাহ পাক অসন্তুষ্ট হন ও তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। জাকাত আদায় করলে উল্লিখিত বিষয়াবলি থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া পাওয়া যায়। গতকাল জাতীয় প্রেস ক্লাবে মুহম্মদিয়া জামিয়া শরিফ মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক এবিএম রুহুল হাসান। জাকাতের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন মুফতিয়ে আ’জম আল্লামা আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ এবং আল্লামা মুফতি মুহম্মদ আলমগীর হুসাইন। বক্তারা বলেন, আকিদা আমল যাচাই-বাছাই ছাড়া শরিয়তবিরোধী কাজে লিপ্ত অথবা শরিয়তবিরোধী কাজে ব্যবহার করে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জাকাত প্রদান করা জায়েজ নয়।

 শরিয়ত অনুযায়ী যিনি সবচেয়ে বেশি তাকওয়া পরহিজগার এবং সুন্নতের পাবন্দ উনার মাধ্যমে জাকাত দিলে সুষ্ঠু বণ্টনের দ্বারা দারিদ্র্যবিমোচন সম্ভব হবে এবং জাকাতের পরিপূর্ণ ফজিলত পাওয়া যাবে।

সর্বশেষ খবর