সোমবার, ১৩ মে, ২০১৯ ০০:০০ টা

হাওর ও দ্বীপ উপজেলার সরকারি কর্মচারীদের জন্য বিশেষ ভাতা

নিজস্ব প্রতিবেদক

হাওর, চর বা দ্বীপ হিসেবে ঘোষিত ১৬ উপজেলায় দায়িত্ব পালনকারী সরকারি কর্মকর্তাদের বিশেষ ভাতা দেওয়া হবে। গ্রেডভেদে মাসিক সর্বোচ্চ পাঁচ হাজার এবং সর্বনিম্ন এক হাজার ৬৫০ টাকা ভাতা দেওয়া হবে। ২০১৫ সালের জাতীয় বেতন কাঠামো অনুযায়ী এসব ভাতা নির্ধারণ করে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। প্রজ্ঞাপনটি গতকালই স্বাক্ষরিত  হয়েছে। এতে বলা হয়েছে, ওইদিন থেকেই এসব ভাতা কার্যকর হবে। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম, চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের কুতুবদিয়া, নোয়াখালীর হাতিয়া, সিরাজগঞ্জের চৌহালী, কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর, পটুয়াখালীর রাঙ্গাবালী, ভোলার মনপুরা, সুনামগঞ্জের ধর্মপাশা, শাল্লা ও দোয়ারাবাজার, হবিগঞ্জের আজমিরীগঞ্জ এবং নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা অফিসে অর্থ বিভাগের প্রজ্ঞাপনটি পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর