বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯ ০০:০০ টা

২৩০২ কোটি টাকার ছয় ক্রয় প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

ছাতক সিমেন্ট কোম্পানি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তরিত হচ্ছে। এ সংক্রান্ত একটি প্রস্তাবসহ মোট ৬টি দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে দুই হাজার ৩০২ কোটি ৬৩ লাখ টাকা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, ‘ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের উৎপাদন পদ্ধতি রূপান্তরে ব্যয় হবে ৬৬৯ কোটি ৩১ লাখ টাকা।

বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি এমজি যাত্রীবাহী  কোচ সংগ্রহে ব্যয় হবে ৮৩২ কোটি ৭৩ লাখ টাকা। এ ছাড়া কাঁচপুর, মেঘনা, গোমতী সেকেন্ড ব্রিজেস কনস্ট্রাকশন অ্যান্ড এক্সিসটিং ব্রিজেস রিহ্যাবিলাইজেশন প্রজেক্ট’ অতিরিক্ত ৭৮ কোটি ২ লাখ টাকা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইন ইউনিট-১ এ ২০৭ কোটি ৭০ লাখ টাকা এবং ইউনিট-২ এ ৩৭১ কোটি ৫০ লাখ টাকা।

সর্বশেষ খবর