রবিবার, ১৯ মে, ২০১৯ ০০:০০ টা

খুলনার পাটকল শ্রমিক আন্দোলনে সংহতি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়ন ও রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়নের দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে সম্মিলিত নাগরিক পরিষদ-খুলনা।

গতকাল সকালে খুলনা নগরীর পিকচার প্যালেস  মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সুশাসনের জন্য নাগরিক সুজন, পাট ও পাট শিল্প রক্ষা কমিটি, খুলনা নাগরিক  ফোরাম, খুলনা নাগরিক সমাজ, পরিবেশ সুরক্ষা গণকমিশন, সিডিপি, বৃহত্তর আমরা খুলনাবাসী, পরিবর্তন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, লেখিকা সংঘ, ছায়াবৃক্ষ, হিউম্যানিটি ওয়াচ, রূপসা সংস্থা, বেলা, হিউম্যান ইন্টারপেইনার সোসাইটি, গণতান্ত্রিক জোট আন্দোলন,  সোনালি দিন প্রতিবন্ধী সংস্থাসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে মিলগুলো আধুনিকায়ন করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়ন করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর