রবিবার, ২৩ জুন, ২০১৯ ০০:০০ টা

নিত্যপণ্যে ভ্যাট আরোপ করলে ভোক্তারা চাপে পড়বে : ক্যাব

নিজস্ব প্রতিবেদক

নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভ্যাট আরোপ করলে ভোক্তাদের বাড়তি চাপে পড়তে হবে। তাই নিত্যপ্রয়োজনীয় সব পণ্য ভ্যাটের আওতার বাইরে রাখার আহ্বান জানিয়েছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাজেট নিয়ে করা সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সংগঠনের সভাপতি ও দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এবারের প্রস্তাবিত বাজেটে ২০১২ সালের ভ্যাট আইন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একক ১৫ শতাংশ কর হার ছাড়াও ৫, ৭.৫ এবং ১০ শতাংশ হারে করারোপের বিধান করা হয়েছে। এতে ক্রেতা-ভোক্তা বাড়তি কর পরিশোধে বাধ্য হবে। এ ছাড়া ভ্যাটের পরিধি বাড়ানোর কারণে বেশ কিছু পণ্য, যেমন নিত্যব্যবহার্য ভোজ্যতেলের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে। এর ফলে পণ্যমূল্য বাড়বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর