শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
ফেসবুকে বিরূপ মন্তব্য

খুলনা আওয়ামী লীগ নেতা ডা. বাহারুলকে শোকজ নোটিস

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ভারতের সঙ্গে সম্প্রতি বাংলাদেশের হওয়া চুক্তি নিয়ে সোশ্যাল সাইট ফেসবুকে বিরূপ মন্তব্য করায় খুলনা জেলা আওয়ামী লীগের নেতা ডা. শেখ বাহারুল আলমকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। গত বুধবার খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই নোটিস দেওয়া হয়। ডা. শেখ বাহারুল আলম খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা জেলা শাখার সভাপতি। ডা. শেখ বাহারুল ৬ অক্টোবর বিকাল ৫টা ২৪ মিনিটে ফেসবুকে ‘ভারতের সঙ্গে কী চুক্তি হয়েছে তা জানার অধিকার এ দেশের জনগণের রয়েছে’। ‘বাংলাদেশের জনগণের স্বার্থ ও অধিকার চরম উপেক্ষিত’, ‘একপক্ষীয় সিদ্ধান্তই মেনে নিতে হয় দুর্বল রাষ্ট্রকে’, ‘তিস্তা নদীর পানি বণ্টন দ্বিপক্ষীয় আলোচনায় স্থান পায়নি’। এ ছাড়া ‘রোহিঙ্গা শরণার্থী’সহ নানা বিষয়ে তিনি মন্তব্য করেন।

খুলনা জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহমদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, ডা. বাহারুল শুক্রবার কারণ দর্শানোর চিঠি হাতে পাবেন। নোটিসে বলা হয়েছে- তার বিরূপ মন্তব্যের কারণে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। এ মন্তব্যের জন্য তাকে দল থেকে বহিষ্কার করতে কেন কেন্দ্রকে সুপারিশ করা হবে না তার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। দফতর সম্পাদক বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগ পর্যন্ত ডা. বাহারুলের সদস্যপদ সাময়িক স্থগিত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর