শিরোনাম
মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বিএনপি জাতীয় স্বার্থের পক্ষে কথা বলে : টুকু

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি কখনো ভারতবিরোধী ছিল না। তবে ভারতের বিরুদ্ধে কথাও বলে। বিএনপি জাতীয় স্বার্থের পক্ষে কথা বলে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘বিএনপি  চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে’ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন  আলাল, ড্যাবের সভাপতি প্রফেসর ডা. হারুনুর রশিদ, মহাসচিব প্রফেসর ডা. আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ইকবাল হাসান মাহমুদ বলেন, মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনী নদীর পানি দিয়েছেন, ভালো কথা। তিনি মানবিক মানুষ, তার হৃদয় বড়, পানি দিতেই পারেন। কিন্তু দেশের মানুষ পানির জন্য হাহাকার করছে। তিস্তার পানির জন্য উত্তরবঙ্গ মরুভূমি হয়ে যাচ্ছে। তাদের জন্য কী ভারতের মনে দয়া হয় না? সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার ইস্যু তৈরির মাস্টার। তারা একটা সমস্যা তৈরি করে।

আবার ওই সমস্যাকে চাপা দেওয়ার জন্য নতুন আরেকটা সমস্যাকে সামনে নিয়ে আসে। আজকের সরকারের সঙ্গে জনসমর্থন নেই। যে সরকারের সঙ্গে কেউ নেই, এটি একটি এতিম সরকার। এই সরকারের হাতে আছে কিছু আমলা, বিভিন্ন বাহিনীর কিছু লোক, যারা দেশটাকে লুটপাট করে খাচ্ছে।

 

 

সর্বশেষ খবর