পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমরা চাই রোহিঙ্গারা নিরাপদে এবং সসম্মানে মিয়ানমারে ফেরত যাক। কিন্তু মিয়ানমার সরকার রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। মিয়ানমার যেভাবে এবার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালায় তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। বিশ্ব নেতা এবং বাংলাদেশের সব আন্তর্জাতিক সহযোগীদের কাছে অনুরোধ জানাতে চাই তারা যেন মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। রাজধানীর গুলশানে একটি হোটেলে গতকাল আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটি আয়োজিত ‘কনটেমপোরারি অ্যান্ড পলিটিক্যাল ইস্যু’ শিরোনামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দায়িত্ব মিয়ানমার সরকারের। এ কাজে মিয়ানমারকে রাজি করানোর জন্য বিশ্ব নেতাদের আমাদের সঙ্গে কাজ করতে হবে। এ সমস্যাটি সমাধান না করলে ভবিষ্যতে রোহিঙ্গাদের নিয়ে মৌলবাদের মতো সমস্যাও তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা করেন। বাংলাদেশের জন্য আগামী দুই বছর খুবই গুরুত্বপূর্ণ। আগামী বছরের ১৭ মার্চ থেকে আমরা বছরব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করতে যাচ্ছি। এ উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের আয়োজন করব। আমরা বিশ্বের নামিদামি ব্যক্তিত্বকে আসার জন্য নিমন্ত্রণ জানিয়েছি। অনেকেই বাংলাদেশে আসার জন্য আস্বস্ত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশ বঙ্গবন্ধুর নামে তাদের সড়কের নামকরণ করেছে। কিছু দেশ বঙ্গবন্ধু সেন্টারও স্থাপন করেছে। আবার ২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকসহ আমন্ত্রিত বিদেশি অতিথিরা।
শিরোনাম
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার