শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গাদের ফেরাতে বিশ্বনেতাদের মিয়ানমারের ওপর চাপ দিতে হবে

-পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমরা চাই রোহিঙ্গারা নিরাপদে এবং সসম্মানে মিয়ানমারে ফেরত যাক। কিন্তু মিয়ানমার সরকার রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। মিয়ানমার যেভাবে এবার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালায় তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। বিশ্ব নেতা এবং বাংলাদেশের সব আন্তর্জাতিক সহযোগীদের কাছে অনুরোধ জানাতে চাই তারা যেন মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। রাজধানীর গুলশানে একটি হোটেলে গতকাল আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটি আয়োজিত ‘কনটেমপোরারি অ্যান্ড পলিটিক্যাল ইস্যু’ শিরোনামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার দায়িত্ব মিয়ানমার সরকারের। এ কাজে মিয়ানমারকে রাজি করানোর জন্য বিশ্ব নেতাদের আমাদের সঙ্গে কাজ করতে হবে। এ সমস্যাটি সমাধান না করলে ভবিষ্যতে রোহিঙ্গাদের নিয়ে মৌলবাদের মতো সমস্যাও তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা করেন। বাংলাদেশের জন্য আগামী দুই বছর খুবই গুরুত্বপূর্ণ। আগামী বছরের ১৭ মার্চ থেকে আমরা বছরব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করতে যাচ্ছি। এ উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের আয়োজন করব। আমরা বিশ্বের নামিদামি ব্যক্তিত্বকে আসার জন্য নিমন্ত্রণ জানিয়েছি। অনেকেই বাংলাদেশে আসার জন্য আস্বস্ত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশ বঙ্গবন্ধুর নামে তাদের সড়কের নামকরণ করেছে। কিছু দেশ বঙ্গবন্ধু সেন্টারও স্থাপন করেছে। আবার ২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকসহ আমন্ত্রিত বিদেশি অতিথিরা।

সর্বশেষ খবর