শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

অনিয়ম নিয়ে টাঙানো হলো বোর্ড, তদন্ত কমিটি গঠনের দাবি

রংপুর প্রতিনিধি

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনিয়ম নিয়ে বিভিন্ন অভিযোগ-সংবলিত একটি বোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। গতকাল সচেতন শিক্ষকদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বোর্ডটি টাঙানো হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম তদন্তের জন্য ইউজিসি সদস্যদের দিয়ে তদন্ত কমিটি গঠনেরও আহ্বান জানিয়েছেন সচেতন শিক্ষক সমাজ।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও আন্দোলনকারী শিক্ষক নেতা ড. তুহিন ওয়াদুদ বলেন, ভর্তিতে অনিয়ম-দুর্নীতি একটি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অপরাধ। তাই এসব থেকে বিশ্ববিদ্যালয়টিকে রক্ষার জন্যই সচেতন শিক্ষকদের এই আন্দোলন। গতকাল বেলা ১১টার দিকে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বোর্ডটির মোড়ক উন্মোচন করেন বাণিজ্য অনুষদের সাবেক ডিন মতিউর রহমান।

এরপর বক্তব্য রাখেন- বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন ওয়াদুদ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক কমলেশ চন্দ্র রায় ও মশিউর রহমান, রসায়ন বিভাগের প্রধান এইচ এম তারিকুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর