বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

করোনার কারণে মেগা প্রকল্পে সমস্যা হবে না : চীনা রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, ‘পদ্মা সেতুসহ মেগা প্রকল্পের সঙ্গে যেসব চীনা নাগরিক কর্মরত রয়েছেন তার ১০ ভাগের এক ভাগ এখন চীনে অবস্থান করছেন। এটি খুবই কম। এ ক্ষেত্রে প্রকল্পের কাজের তেমন কোনো সমস্যা হবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) ও ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য তুলে ধরেন বিসিসিসিআই সভাপতি গাজী গোলাম মোর্তজা। লি জিমিং বলেন, করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার আত্মবিশ্বাস ও সক্ষমতা রয়েছে চীনের। চীন সরকার ১৫ দিনের মধ্যে এ ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করেছে। চীন এ ভাইরাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনাভাইরাস মহামারীর এই সময়ে ভ্রাতৃত্বের পরিচয় দিয়ে চায়নার পাশে দাঁড়ানো উচিত সমগ্র বিশ্বের। তিনি বলেন, চীনে অবস্থানরত বাংলাদেশি অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় খাদ্য ও সরঞ্জাম পাচ্ছেন না বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। কিন্তু এ অভিযোগ সত্য নয়। এসব শিক্ষার্থীর খাবারসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। করোনাভাইরাস মহামারী হলেও প্রতিরোধযোগ্য। দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের প্রতি ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে।

লিখিত বক্তব্যে বিসিসিসিআই সভাপতি গাজী গোলাম মোর্তজা বলেন, ‘চীনের অর্থনীতির ওপর যে কোনো আঘাত বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে। স্বল্প সময়ের মধ্যে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করা গেলে অর্থনীতির ওপর এর প্রভাব দ্রুত কাটিয়ে ওঠার সক্ষমতা চীনের রয়েছে। চীনের যে কোনো বড় ঘটনা এ দেশের ব্যবসা-বাণিজ্যেও বড় প্রভাব ফেলতে পারে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বেনু উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর