সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে ধসের কারণ ছিল তারল্য সংকট। বাজারে অর্থের জোগান কম ছিল। শেয়ারবাজার স্থিতিশীলতার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে বাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোকে ২০০ কোটি টাকা করে দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক সার্কুলার জারি করে। শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোকে দেওয়া এ তহবিল গঠন যুগান্তকারী পদক্ষেপ; যা ইতিমধ্যে বিনিয়োগকারীদের মাঝে আগ্রহ ও সাহস তৈরি করেছে। গতকাল রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান এ কথা বলেন। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াদ মতিন, সহসভাপতি মো. মনিরুজ্জামান, নির্বাহী সদস্য মাহবুব এইচ মজুমদার, নুর আহামেদ, মো. হামদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ছায়েদুর রহমান বলেন, সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে পুঁজিবাজার উন্নয়নে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক নীতিসহায়তার সার্কুলার দিয়েছে; যা ইতিমধ্যে বিনিয়োগকারীদের আগ্রহ ও সাহস জোগাচ্ছে। তিনি বলেন, বিশেষ তহবিল নিয়ে অপপ্রচার হচ্ছে, কিছু ক্ষেত্রে ভুল ব্যাখ্যা বা উপস্থাপনা হচ্ছে; যা বিনিযোগকারী তথা অংশীজনের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি করতে পারে। তিনি আরও বলেন, বহুজাতিক ও বেসরকারি খাতের স্বনামধন্য কোম্পানির বাজারে তালিকাভুক্তির পদক্ষেপ নেওয়া উচিত। বর্তমানে একটি প্রতিষ্ঠান প্রায় ৪০০ তথ্য ও শর্ত পালন ও প্রকাশ করে ইনিশিয়াল পাবলিক অফারে (আইপিও) আসে। যদি আরও সুনির্দিষ্ট কোনো তথ্য বা শর্ত যোগ করার প্রয়োজন মনে হয় সে বিষয়ে সুপারিশ তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনে পাঠানো যেতে পারে।
শিরোনাম
- নির্বাচনী হলফনামায় বিদেশি সম্পদের বিবরণীও বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান
- হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা
- ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল সিলেটের যুবকের
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- টেস্টে নতুন উচ্চতায় তাইজুল
- ঢাকা উত্তরে প্রথম কেন্দ্রীয় গ্রন্থাগারের যাত্রা শুরু
- সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের নতুন দাম ঘোষণা আজ
- শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু
- হল ছেড়ে মধ্যরাতে খোলা আকাশের নিচে ইডেন ছাত্রীরা, বিক্ষোভ
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
তারল্য সংকটের কারণেই সাম্প্রতিক সময়ে ধস নামে শেয়ারবাজারে
বিএমবিএর সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর