মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

বিদ্যুৎ গ্যাস পানির বিল ও বাড়িভাড়া মওকুফের দাবি

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল মওকুফের পাশাপাশি সরকারের ভর্তুকিসাপেক্ষে ভাড়াটিয়াদের দুর্যোগকালীন মাসের বাড়িভাড়া মওকুফের দাবি জানানো হয়েছে। এ ছাড়া নি¤œবিত্তদের ঋণের কিস্তি মওকুফ, ই-রেশন চালু ও দুর্যোগকালীন ভাতা প্রদানের দাবি জানিয়েছে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সংগঠনের নেতা মোক্তার আখন্দ, রুবেল আখন্দ, জুয়েল মিয়া, মাহবুব রহমান, জাবেদ প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন। বক্তারা বলেন, করোনাভাইরাসের কারণে ইতিমধ্যে ঢাকার দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে মানুষের আয়ের উৎস কমে যাবে। মানুষ আর্থিক সংকটে পড়বে; যার কারণে বিদ্যুৎ, গ্যাস, পানির বিল মওকুফ ও সরকারের ভর্তুকির ব্যবস্থা করতে হবে।

 

সর্বশেষ খবর