করোনাভাইরাস মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা। তিনি বলেছেন, প্রত্যেকটি দফতরকে নিজ নিজ কাজ চিহ্নিত করে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাহলে রাজশাহীতে করোনার প্রাদুর্ভাব মোকাবিলা করা যাবে। করোনাভাইরাস বিস্তার রোধে রাজশাহী সিটি করপোরেশন দুর্যোগ সাড়াদান সমন্বয় গ্রুপের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ফজলে হোসেন বাদশা বলেন, সব কাজ স্টেপ বাই স্টেপ ভাগ করে করতে হবে। করোনা রোগী শনাক্তকরণে পিসিআর ইনস্টল এবং আইসিইউ বেড বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। করোনা আক্রান্তের আগে ও পরের সব প্রস্তুতি সম্পন্ন করা দরকার। আপদকালীন মুহূর্তে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, সিটি করপোরেশনের দায়িত্ব আছে, তারা লিড দেবে। আমরা সবাই সিটি করপোরশনকে সহযোগিতা করব। দুর্যোগ মোকাবিলায় সবাইকে একসঙ্গেই কাজ করতে হবে। এ সময় সাধারণ মানুষকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। সভায় মেয়র বলেন, করোনাভাইরাস প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ, মাইকিং, ডিস ক্যাবল লাইনে প্রচার, ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন, মাস্ক ও স্যানিটাইজার প্রস্তুত করা হচ্ছে। এ ছাড়া চিকিৎসক ও নার্সদের সুরক্ষায় চীন থেকে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) আনা হচ্ছে। নগরীর ২৬টি গুরুত্বপূর্ণ মোড়ে হ্যান্ড স্যানিটাইজার কর্মসূচির জন্য বুথ স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন বাজার ও জনসমাগম এলাকায় জীবাণুনাশক স্প্রে এবং নিম্নআয়ের মানুষদের মাঝে বিনামূল্যে চাল-ডাল বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন- রাজশাহী ক্যান্টনমেন্ট স্টেশন স্টাফ অফিসার মেজর এ এস এম আতাউর রহমান, স্থানীয় সরকার বিভাগের রাজশাহীর উপপরিচালক পারভেজ রায়হান, রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুর রশিদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল হক।
শিরোনাম
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক