করোনাভাইরাস মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার ওপর জোর দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা। তিনি বলেছেন, প্রত্যেকটি দফতরকে নিজ নিজ কাজ চিহ্নিত করে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাহলে রাজশাহীতে করোনার প্রাদুর্ভাব মোকাবিলা করা যাবে। করোনাভাইরাস বিস্তার রোধে রাজশাহী সিটি করপোরেশন দুর্যোগ সাড়াদান সমন্বয় গ্রুপের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ফজলে হোসেন বাদশা বলেন, সব কাজ স্টেপ বাই স্টেপ ভাগ করে করতে হবে। করোনা রোগী শনাক্তকরণে পিসিআর ইনস্টল এবং আইসিইউ বেড বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। করোনা আক্রান্তের আগে ও পরের সব প্রস্তুতি সম্পন্ন করা দরকার। আপদকালীন মুহূর্তে চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, সিটি করপোরেশনের দায়িত্ব আছে, তারা লিড দেবে। আমরা সবাই সিটি করপোরশনকে সহযোগিতা করব। দুর্যোগ মোকাবিলায় সবাইকে একসঙ্গেই কাজ করতে হবে। এ সময় সাধারণ মানুষকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। সভায় মেয়র বলেন, করোনাভাইরাস প্রতিরোধে রাজশাহী সিটি করপোরেশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ, মাইকিং, ডিস ক্যাবল লাইনে প্রচার, ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন, মাস্ক ও স্যানিটাইজার প্রস্তুত করা হচ্ছে। এ ছাড়া চিকিৎসক ও নার্সদের সুরক্ষায় চীন থেকে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) আনা হচ্ছে। নগরীর ২৬টি গুরুত্বপূর্ণ মোড়ে হ্যান্ড স্যানিটাইজার কর্মসূচির জন্য বুথ স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন বাজার ও জনসমাগম এলাকায় জীবাণুনাশক স্প্রে এবং নিম্নআয়ের মানুষদের মাঝে বিনামূল্যে চাল-ডাল বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন- রাজশাহী ক্যান্টনমেন্ট স্টেশন স্টাফ অফিসার মেজর এ এস এম আতাউর রহমান, স্থানীয় সরকার বিভাগের রাজশাহীর উপপরিচালক পারভেজ রায়হান, রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুর রশিদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমিনুল হক।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
করোনা মোকাবিলায় কাজ ভাগ করে নিতে হবে : বাদশা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর