শনিবার, ২৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

খুলনায় গতিহীন সব উন্নয়ন প্রকল্প

সামছুজ্জামান শাহীন, খুলনা

১৮৪ কোটি টাকার কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ বর্তমানে খুলনায় চলমান রয়েছে। এর অধিকাংশ কাজই শেষ হওয়ার কথা ৩০ মার্চের মধ্যে। তবে করোনা সংক্রমণ প্রতিরোধে সব উন্নয়নমূলক কাজ ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সিটি করপোরেশন। এর আগে করোনাভাইরাসের কারণে শ্রমিক ও কাঁচামালের সংকট দেখিয়ে চলমান কাজের মেয়াদ বৃদ্ধির আবেদন করে নির্মাণ কাজে জড়িত ঠিকাদাররা। 

জানা যায়, শহরের জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের আওতায় খুলনায় একই সঙ্গে কয়েকটি প্রধান সড়ক ও ড্রেন নির্মাণ কাজ চলমান রয়েছে। এর মধ্যে কেডিএ এভিনিউ, আবু আহমেদ সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণ, মহেশ্বরপাশা প্রধান সড়ক নির্মাণ ও চরেরহাট সড়ক-ড্রেন নির্মাণের কাজ ৩০ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু এসব কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান কোহিনুর এন্টারপ্রাইজ করোনার কারণে শ্রমিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগে সময়ক্ষেপণ হয়েছে জানিয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত কাজের মেয়াদ বৃদ্ধির আবেদন করেছে। এদিকে করোনাভাইরাসকে ঠিকাদারি প্রতিষ্ঠানের সময় বৃদ্ধির অজুহাত হিসেবে দাবি করেছেন খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। তবে একই সঙ্গে ঝুঁকি এড়াতে উন্নয়নমূলক সব নির্মাণ কাজ ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সিটি করপোরেশন। কেসিসির প্রধান প্রকৌশলী এজাজ মোর্শেদ খান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, সরকারের সাধারণ ছুটি ঘোষণার সঙ্গে মিল রেখে ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত নির্মাণ কাজ বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর