শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

জনগণের পাশে নেই ৮০ ভাগ কাউন্সিলর প্রার্থী!

সাইদুল ইসলাম ও রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

জনগণের পাশে নেই ৮০ ভাগ কাউন্সিলর প্রার্থী!

করোনা সংক্রমণের কারণে স্থগিত চট্টগ্রাম সিটি নির্বাচনের ৮০ ভাগ কাউন্সিলর প্রার্থীই অনেকটা লাপাত্তা। এলাকায় তাদের দেখা মিলছে না। এমনকি সামাজিক কার্যক্রমেও তাদের উপস্থিতি পরিলক্ষিত হয়নি। অথচ নির্বাচন স্থগিত হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত নানা কৗশলে ভোটের প্রচারণা চালিয়েছেন। দিয়েছেন আশ্বাসের ফুলঝুড়ি। তাদের আচরণে মনে হচ্ছে জীবনে আর কখনো ভোট চাইতে আসবেন না। নির্বাচন কমিশন সূত্র ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম সিটি নির্বাচনে সংরক্ষিত মহিলাসহ সাধারণ কাউন্সিলর পদে ২১৭ জন প্রার্থী অংশ নেন। এদের মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫৬ এবং সাধারণ কাউন্সিলর পদে ১৬১ জন। এদের মধ্যে করোনা সংক্রমণে ক্ষতিগ্রস্ত সাধারণ গরিব-দিনমজুর এবং অভাবী মানুষের পাশে নামমাত্র কিছু কাউন্সিলর প্রার্থী দেখা গেলেও প্রায় ৮০ ভাগ কাউন্সিলর প্রার্থীই লাপাত্তা। জানা যায়, করোনাভাইরাসের কারণে চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সোমবার ও মঙ্গলবার পৃথকভাবে তিন দফায় সংরক্ষিত ওয়ার্ডসহ ৪১টি ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছেন। এতে স্ব স্ব ওয়ার্ডে সাধারণ মানুষের পাশে থাকতে বলা হয়েছে। জনসচেতনতা ও সরকারিভাবে সাহায্য-সহযোগিতার কথাও বলেছেন তিনি। সেই ধারাবাহিকতায় লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, ৭ নম্বর পশ্চিম ষোলোশহর ওয়ার্ডের মো. মোবারক আলী ও ৬ নম্বর পূর্ব ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলমসহ কয়েকজনকে কাজ করতে দেখা গেছে। তারা নিয়মিত খাদ্যসামগ্রীসহ বিভিন্ন অনুদানও দিচ্ছেন।

জামালখান ওয়ার্ডের বাসিন্দা করিম উদ্দিন ক্ষোভের সঙ্গে বলেন, ভোটের সময় এলে কাউন্সিলর প্রার্থীদের লোকজন নিয়মিত খবর নেয়। মনে হচ্ছে পরিবারের একটা অংশ। যেই মাত্র ভোট স্থগিত করল। পরের দিনই অনেকের সঙ্গে দেখা হলো, কথাই বলেন না কাউন্সিলর প্রার্থীর কেউই। করোনাভাইরাসের কারণে ঘর থেকেই বের হতেই পারছি না। কই যাব, কী খাব? আর্থিক সংকটের মধ্যেই বেঁচে আছি। তিনি বলেন, এত এত কাউন্সিলর প্রার্থী, কিন্তু করোনায় সাধারণ মানুষের পাশে নেই বললেই চলে। তবে নামেমাত্র কিছু কাউন্সিলর প্রার্থী মাঠে থেকেই নিজেদের যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছেন। একই কথা বললেন নগরীর পতেঙ্গা, হালিশহর, পাহাড়তলী, ফিরিঙ্গীবাজারসহ একাধিক ওয়ার্ডের ভোটাররা।

সর্বশেষ খবর