শিরোনাম
বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে সবই করছে পুলিশ

ত্রাণ বিতরণ, অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া কিংবা বাজার করে দেওয়াসহ কোথায় নেই তারা

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রামে সবই করছে পুলিশ

করোনা প্রাদুর্ভাব পরিস্থিতির মধ্যে পুলিশিং কার্যক্রমের সংজ্ঞা পাল্টে দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। জীবাণুনাশক পানি ছিটানো থেকে শুরু করে সচেতনতা তৈরির মাইকিং ও লিফলেট বিতরণ, ত্রাণ বিতরণ থেকে শুরু করে লোকজনের চাহিদা মতো ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া, অসুস্থ লোকজনকে হাসপাতালে পৌঁছে দেওয়া কিংবা রাস্তার পাশে পড়ে থাকা লোকজনকে চিকিৎসার ব্যবস্থা করা সবই করছে সিএমপির সদস্যরা। এমন মানবিক কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন এ ইউনিটের প্রায় অর্ধশত পুলিশ। তার পরও দমে থাকতে চায় না পুলিশের এ মানবিক ইউনিট। সিএমপির কমিশনার মাহাবুবর রহমান বলেন, ‘করোনা পরিস্থিতির শুরু থেকে প্রত্যেক থানা পুলিশকে মানবিক কর্মকান্ড পরিচালনা করতে নির্দেশ দেওয়া হয়। জীবাণুনাশক পানি ছিটানো, ত্রাণ বিতরণ, অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়াসহ সব ধরনের মানবিক কাজ করছে সিএমপির সদস্যরা। এরই মধ্যে পুলিশের বেশ কিছু সদস্য আক্রান্ত হয়েছেন। কিন্তু আমরা তাতে থামতে রাজি নই। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিজেদের দায়িত্বের বাইরে গিয়ে মানবিক কর্মকান্ডগুলো পরিচালনা করবে সিএমপি।’ জানা যায়, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই মানবিক কর্মকান্ড শুরু করে সিএমপির সদস্যরা। শুরুতে করোনা নিয়ে সচেতনা বৃদ্ধিতে লিফলেট বিতরণ, মাইকিং এবং জীবাণুনাশক পানি ছিটানো কাজ করে পুলিশ। বিদেশ থেকে আসা লোকজনের কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য পুলিশের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয় উপহার সামগ্রী। পুলিশের হট নম্বরে ফোন দেওয়ার পর ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের জন্য পরিবহন সুবিধা চালু করা, অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে পৌঁছে দেওয়া, করোনা যুদ্ধের অগ্রসৈনিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ইফতার ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়াসহ মানবিক পুলিশিংয়ের নানা কর্মকান্ড জনসাধারণের প্রশংসা কুড়িয়েছে।

 এ মানবিক কর্মকান্ড করতে গিয়ে প্রায় অর্ধশত পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

সিএমপি বিশেষ শাখার উপকমিশনার ওয়ারিশ আহমেদ বলেন, ‘দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত সিএমপি’র ৪৭ জন সদস্য আক্রান্ত হয়েছেন। এ ছাড়া ব্যারাক কোয়ারেন্টাইন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছে পুলিশের আরও দুই শতাধিক সদস্য। দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা ব্যাপক হারে আক্রান্ত হওয়ায় দায়িত্ব পালনের পদ্ধতির কিছুটা পরিবর্তন আনা হয়েছে।’

সিএমপির উপকমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, সিএমপির সদস্যরা নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে নানান মানবিক কর্মকান্ড পরিচালনা করছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কর্মযজ্ঞ চলতে থাকবে।’

সর্বশেষ খবর