বুধবার, ২০ মে, ২০২০ ০০:০০ টা

খুলনায় বন্ধ থাকা উন্নয়ন কাজে গতি ফিরছে

মেয়াদ বাড়লেও প্রকল্প ব্যয় বাড়ছে না

নিজস্ব প্রতিবেদক, খুলনা

করোনা পরিস্থিতিতে প্রায় দুই মাস বন্ধ থাকার পর খুলনা মহানগরীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ আবারও শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় শ্রমিকদের দিয়ে দ্রুততম সময়ে এসব প্রকল্পের কাজ শেষ করতে বলা হয়েছে। পাশাপাশি কয়েকটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে। তবে কোনোভাবেই এসব প্রকল্পের ব্যয় বাড়বে না বলে জানিয়েছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা। জানা যায়, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) আওতায় জলাবদ্ধতা নিরসনে নগরীতে চারটি সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণকাজ শুরু হয়েছে। প্রায় ১০০ কোটি টাকার এ প্রকল্পের কাজ গত ৩০ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই করোনার কারণে ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি শুরু হওয়ায় অনেক কাজ এখনো শেষ হয়নি। এর মধ্যে কেডিএ এভিনিউর সড়ক ও ড্রেন সংস্কার কাজ হয়েছে মাত্র ৩৫ ভাগ। একইভাবে খালিশপুর চরেরহাট প্রধান সড়ক, মহেশরপাশা সড়ক ও ড্রেন নির্মাণকাজ থমকে গেছে। খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, যেহেতু বর্ষা মৌসুম সামনে এ কারণে স্থবির হয়ে থাকা প্রকল্পের কাজ ৩০ জুনের মধ্যে শেষ করতে বলা হয়েছে। তিনি বলেন, ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকায় অতিরিক্ত হিসেবে ঠিকাদারদের কাজ শেষ করার সময় বাড়ানো হবে। তবে কোনো প্রকল্পেরই ব্যয় বাড়বে না। একই সঙ্গে কাজের গুণগতমান বজায় রাখতে প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে। সরেজমিন দেখা যায়, গত কয়েক দিনে মহানগরীর শেখপাড়া বাজার সড়ক, আবু আহমেদ সড়ক, কেডিএ এভিনিউসহ বিভিন্ন সড়কে আবারও নির্মাণ ও সংস্কার কাজ শুরু করেছেন ঠিকাদাররা।

 তবে তুলনামূলক কম শ্রমিক নিয়োগ করায় কাজের গতি কম। কর্মকর্তারা জানান, বিএমডিএফ প্রকল্পের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে। অন্য প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রক্রিয়াও শুরু হয়েছে। এ ছাড়া কর্মস্থলে শ্রমিকদের সামাজিক দূরত্ব রক্ষা, সুরক্ষাসামগ্রী প্রদান, সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখার জন্য ঠিকাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর