শনিবার, ২৭ জুন, ২০২০ ০০:০০ টা

সংক্রমণ এড়াতে শিশুকে শিকল দিয়ে বেঁধে রাখলেন মা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মাদ্রাসা পড়–য়া ছেলে গোলাম রাব্বীকে (৮) করোনা সংক্রমণ থেকে বাঁচাতে শিকলে বেঁধে রেখেছেন তার মা শেফালী বেগম। বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা ব্রিজ সংলগ্ন এলাকার চা দোকানে রাব্বীকে শিকলে বাঁধা অবস্থায় দেখা যায় গতকাল দুপুরে। রাব্বী ওই এলাকার রশিদ হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে রাব্বী বাড়ি থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে সারা দিন ঘুরে রাতে বাড়ি ফেরে। করোনার মধ্যে সারাদিন বাইরে থাকায় রাব্বীর মা শেফালী বেগম ওইদিন রাতে তাকে শাসন করে। গতকাল সকালে রাব্বীকে দোকানে বসিয়ে তার পায়ে শিকলে বেঁধে তালা আকটিয়ে দেয় তার মা। রাব্বির বাবা রশিদ হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাইরে ঘোরাঘুরি করলে করোনা সংক্রমণ হতে পারে। এ কারণে রাব্বীকে ওর মা শিকলে বেঁধে রেখেছে। শিকলে বাঁধা অবস্থায় দোকান চালায় আবার করোনার ঝুঁকিও কমল।

আগৈলঝাড়ার উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা বলেন, মহামারী করোনার হাত থেকে বাঁচতে অভিভাবকরা সন্তানের নিরাপত্তার জন্য সাবধানতা অবলম্বন করতে পারে। তবে শিশু অধিকার আইন ২০১৩ অনুযায়ী কোনো শিশুকে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখা অপরাধ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর