বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

করোনা পরিস্থিতিতে নিজস্ব আয়-ব্যয়ে কাটছাঁট

কেসিসির বাজেট কমছে ৩০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

২০১৯-২০ অর্থবছরে ৮৬৫ কোটি টাকার মেগা বাজেট ঘোষণা করে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। পরে সংশোধিত আকারে লক্ষ্যমাত্রা দেওয়া হয় ৫৯৮ কোটি টাকা। যার শতকরা ৮০ ভাগ অর্জন সম্ভব হয়েছে। তবে করোনা পরিস্থিতিতে ২০২০-২১ অর্থবছরের বাজেটে আরও কাটছাঁট করা হচ্ছে। হোল্ডিং ট্যাক্স, নিবন্ধন ফি (লাইসেন্স), দোকানঘর-অবকাঠামো বরাদ্দসহ নিজস্ব আয়ের খাতও কমিয়ে আনা হয়েছে। একই সঙ্গে ব্যয়ের খাত সংকুচিত করা হচ্ছে। বাজেট সম্পর্কিত অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির দেওয়া তথ্যে এসব জানা গেছে। জানা যায়, ২০২০-২১ অর্থবছরে কেসিসির প্রস্তাবিত বাজেট আসছে ৫০০ কোটি টাকার মতো। যা গত অর্থবছরের তুলনায় ৩০০ কোটি টাকা কম। আজ বৃহস্পতিবার অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জানা যায়, করোনা পরিস্থিতিতে মানুষের আয়-উপার্জন কমে যাওয়ায় কেসিসির রাজস্ব আয়ে এর প্রভাব পড়বে বলে মনে করছেন কর্মকর্তারা। ফলে এবার বাজেটে নতুন করারোপ করা হয়নি। অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি শেখ মো. গাউসুল আযম বলেন, বিগত অর্থবছরে শতভাগ বাজেট বাস্তবায়নের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। তারপরও শতকরা ৮০ ভাগ বাস্তবায়ন হয়েছে। তবে আগামী অর্থবছরকে করোনা সংকটের বছর ধরে বাজেটের আকার প্রায় ৩০০ কোটি টাকা কমিয়ে আনা হয়েছে। মানুষের অর্থনৈতিক সংকটে কেসিসির স্বাভাবিক রাজস্ব আয়ও কমবে এমনটাই ধারণা করা হচ্ছে। ফলে রাজস্ব ব্যয়ও কমানো হচ্ছে। কিন্তু বাজেটের আকার কমলেও স্বাস্থ্য, কনজারভেন্সি, ড্রেনেজ ব্যবস্থাসহ উন্নয়নমূলক কর্মকান্ড স্বাভাবিক থাকবে।

জানা যায়, গত অর্থবছরের বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছিল ১৬৯ কোটি ৮২ লাখ টাকা এবং সরকারি বরাদ্দ ও উন্নয়ন সহযোগী সংস্থা থেকে ব্যয় ধরা হয়েছিল ৬৯৫ কোটি ৭১ লাখ টাকা।

সর্বশেষ খবর