বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা
চট্টগ্রাম

সুস্থতা বাড়লেও ঝুঁকি কাটেনি

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেড়েছে। গত এক সপ্তাহের পরিসংখ্যানে আক্রান্তের চেয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা দুই থেকে তিন গুণ পর্যন্ত বেশি। তবে জনস্বাস্থ্যবিদরা মনে করছেন, কোরবানিকেন্দ্রিক নানা কার্যক্রম বিশেষ করে পশুর বাজারে যাওয়া, বাড়ি ফেরা, মাংস কাটা-বিতরণ এবং কর্মস্থলে ফেরাসহ বিভিন্ন কারণে সংক্রমণের শঙ্কা এবং ঝুঁকি এখনো আছে। কোরবানিকেন্দ্রিক ঝুঁকির সময়টা এখনো শেষ হয়নি। আগামী ১০ থেকে ১৫ দিন পর বিষয়টি অনুধাবন করা যাবে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত চার দিন ধরে চট্টগ্রামে আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা বেশি। গত ১ আগস্ট চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩০ জন, ওইদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪ জন। ২ আগস্ট আক্রান্ত হয়েছেন ৯ জন, ওইদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮ জন। ৩ আগস্ট আক্রান্ত হয়েছেন ১৭ জন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১২ জন। ৪ আগস্ট আক্রান্ত হয়েছেন ১১৯ জন, চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২০ জন। গতকাল সকাল পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্ত হন ১৪ হাজার ৬২৫ জন। এর মধ্যে মহানগরে ১০ হাজার ১৬৮ জন এবং ১৫ উপজেলায় চার হাজার ৩৭২ জন। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩৬ জন। এর মধ্যে মহানগরে ১৬৩ জন এবং ১৫ উপজেলায় ৭৩ জন। ইতিমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মোট বাড়ি ফিরেছেন দুই হাজার ৭১৫ জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আলী বলেন, ‘কোরবানিকে কেন্দ্র করে নানা কার্যক্রমে ব্যস্ত থেকে ঝুঁকিপূর্ণ একটি সময় পার করেছি। এই সময়টা কতটুকু সংক্রমণমুক্ত ছিল তা অনুধাবন করতে আরও ১০ থেকে ১৫ দিন অপেক্ষা করতে হবে। এরপর বোঝা যাবে আক্রান্তের হারের বিষয়টা। ফলে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতা অবলম্বন করতে হবে।’ চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘আশার কথা হলো গত এক সপ্তাহ ধরে আক্রান্তের হার কমছে এবং সুস্থতার হার বাড়ছে। সবার সতর্কতা ও সচেতনতার মাধ্যমে পর্যায়ক্রমে একটি ইতিবাচক পরিবেশ তৈরি হচ্ছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর