বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। তার সমাধি ও প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠন। বনানী কবরস্থানে কবর জিয়ারতের পর তার রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে ধানমন্ডির আবাহনী ক্রীড়া কমপ্লেক্সে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এ উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন দল ও সংগঠন কবরে শ্রদ্ধা নিবেদন ছাড়াও মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এ ছাড়া বিশিষ্ট এই ক্রীড়া সংগঠকের জন্মবার্ষিকী এই প্রথমবারের মতো জাতীয়ভাবে পালন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

দুপুরে অনলাইনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন শেখ কামালের বড় বোন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আবাহনী ক্রীড়া চক্র পৃথক পৃথক কর্মসূচি পালন করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর