বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ভাতাভোগীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ও বিধবা ভাতাভোগীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। সুবিধাভোগী দরিদ্র নারী-পুরুষের ভাতার বই তৈরি এবং একাউন্ট খোলার অজুহাত দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে এক হাজার ১০ টাকা করে নেন উপজেলার খানপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান। এ ঘটনায় জড়িতদের বিচার দাবিতে গতকাল খানপুর সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। বক্তারা বলেন, খানপুর ইউনিয়নে প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ও বিধবা ভাতাভোগী প্রায় ৪০০ জন। তাদের প্রত্যেকের কাছ থেকে জোর করে টাকা নেওয়া হয়েছে। অসহায় লোকজনের কাছ থেকে টাকা নেওয়া দুঃখজনক। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু নিজেকে নির্দোষ দাবি করে বলেন তিনি ষড়যন্ত্রের শিকার।

সর্বশেষ খবর