বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা সিরাজাম মুনিরার জামিন

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজাম মুনিরাকে জামিন দিয়েছে হাই কোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ গতকাল এই আদেশ দেয়। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক মন্তব্য করার ঘটনায় সিরাজাম মুনিরার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়েছিল। গত ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওইদিন রাতেই সিরাজাম মুনিরাকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিচারিক আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

এরই ধারাবাহিকতায় গতকাল তার পক্ষে হাই কোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়।

এদিকে প্রয়াত মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক মন্তব্য করার ঘটনায় সিরাজাম মুনিরাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রজীবনে সিরাজাম মুনিরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি ছিলেন।

সর্বশেষ খবর