শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
সরব হচ্ছে তৃণমূলের রাজনীতি

রাজশাহী মহানগর কমিটি এ মাসেই আসছেন সেই বিতর্কিতরাই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগর কমিটি এ মাসেই আসছেন সেই বিতর্কিতরাই

রাজশাহী মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রের কাছে জমা পড়ছে এ মাসেই। কারা কমিটিতে থাকছেন, আর কারা বাদ যাচ্ছেন- এ নিয়ে যখন আলোচনা, তখন এমন কথা জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। তবে এবারও কমিটিতে খুব একটা পরিবর্তন থাকছে না। দলীয় একাধিক সূত্র জানিয়েছে, গত কমিটির সহসভাপতি শাহীন আকতার রেণী এবারও সিনিয়র সহসভাপতি থাকছেন। অন্য সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদেও থাকছে না তেমন কোনো পরিবর্তন। সাধারণ সম্পাদক ডাবলু সরকারের পছন্দে একজন যুগ্ম সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসতে পারে। পুরনো সেই কমিটির বিতর্কিতরাই এবারের কমিটিতেও থাকছেন বলে আভাস মিলছে। এমনকি ছাত্রলীগ নেতা হত্যা মামলার দন্ড  পাওয়া এক আসামিকে গুরুত্বপূর্ণ পদে রাখতে চলছে লবিং। যদিও সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেছেন, তিনি যে তালিকা করছেন, সেখানে ছাত্রলীগ নেতা হত্যামামলায় দন্ড পাওয়া কোনো আসামির নাম নেই। ত্যাগী আর ছাত্রলীগের পরীক্ষিত নেতাদের নিয়েই কমিটি হবে। দলীয় সূত্র মতে, গত ১ মার্চ পুরনো কমিটি ভেঙে দিয়ে ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে শুধু সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করে রাজশাহী নগর আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার ওই দিনই পরবর্তী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সভাপতি-সম্পাদককে নির্দেশ দেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাশাপাশি ওবায়দুল কাদের বলেছিলেন, ‘এ সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যর্থ হলে রাজশাহী মহানগর কমিটির সভাপতি-সম্পাদককে চরম মূল্য দিতে হবে।’ কিন্তু সেই কথার পরেও পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখেনি।

এদিকে নতুন কমিটিতে যাতে বিতর্কিতরা আসতে না পারেন, সে জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব আছেন সাবেক ছাত্রলীগ নেতারা। তারা নগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে যোগাযোগও রাখছেন। নগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন জানান, এবার যাতে বিতর্কিতরা কমিটিতে স্থান না পায়, সে বিষয়টি খেয়াল রাখা হবে। করোনার কারণে কমিটি জমা দিতে বিলম্ব হয়েছে। শিগগিরই কেন্দ্রে কমিটি দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর