শিরোনাম
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ব্যবসায়ী হত্যার প্রধান আসামি রসিক কাউন্সিলর বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

তামাক ব্যবসায়ী লেবু মিয়া (৪৭) হত্যায় জড়িত অভিযোগে রংপুর সিটি করপোরেশনের (রসিক) ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফিজুর রহমান লিটনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার বিকালে স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রংপুর সিটি করপোরেশনে পৌঁছেছে। এতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সালের ৬০ নম্বর আইন)-এর ধারা ১২-এর উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান, এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গতকাল সিটি করপোরেশন কার্যালয়ে এসে পৌঁছেছে।

উল্লেখ্য, ইট ভাটা নিয়ে দ্বন্দ্বের কারণে ২০১৮ সালের ১৪ জুন রাতে লেবু মিয়াকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে কাউন্সিলর মোস্তাফিজুর রহমান লিটন ও তার সহযোগীদের বিরুদ্ধে। হত্যার পর লেবুর লাশ পাশের মমিনপুর ইউনিয়নের মহেশপুর সড়কের পাশে ফেলে রেখে যান তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর