শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

২ লাখ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন করবে ওজোপাডিকো

নিজস্ব প্রতিবেদক, খুলনা

উৎপাদিত বিদ্যুতের সদ্ব্যবহার ও অপচয় রোধে ২০২০-২১ অর্থবছরে দক্ষিণাঞ্চলের ২১ জেলায় ২ লাখ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন করা হবে। জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ওজোপাডিকো)। এরই মধ্যে খুলনা, যশোর, কুষ্টিয়ায় প্রায় ১ লাখ ৭০ হাজার মিটার স্থাপনের কাজ শুরু করেছে তারা। এই পদ্ধতিতে গ্রাহক তার ঘরে বসেই মিটার রিচার্জ করতে পারবেন। গতকাল ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে মাগুরায় ১৫ হাজার ১৫০টি সিঙ্গেল ফেজ ও থ্রি-ফেজ মিটার স্থাপনের উদ্বোধনকালে এসব কথা বলেন কর্মকর্তারা। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. সুলতান আহম্মেদ, ওজোপাডিকো’র পরিচালনা পরিষদের চেয়ারম্যান অতিরিক্ত সচিব রহমতউল্লাহ মো. দস্তগীর, ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. শফিক উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, আবু নাসের বাবলু, খান মুহাম্মদ রেজোয়ান (পিপিএম), খুরশিদ হায়দার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর