সিলেটে এক কিশোরীকে অপহরণ করে ১৫ দিন আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে এক যুবক ও তার সহযোগী নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় তালুকদার জানান, সিলেট সদর উপজেলার মইয়ারচর গ্রামের মৃত আবদুল মালিকের ছেলে সাদিকুর রহমান (২২) গত ১৬ আগস্ট একই এলাকার ১৪ বছরের এক কিশোরীকে অপহরণ করে। পরে তার সহযোগী এক মহিলার বাসায় ১৫ দিন আটকে রেখে ওই কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় অপহৃত কিশোরীর বাবা সাধারণ ডায়েরি করেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
কিশোরী জানায়, সাদিকুর রহমান তাকে অপহরণ করে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করেছে। এরপর পুলিশ গতকাল সকালে অভিযান চালিয়ে মইয়ারচর এলাকা থেকে সাদিকুর রহমান ও তার সহযোগী এক নারীকে (৪৩) গ্রেফতার করেছে।