শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

নারীর পাশে দাঁড়াতে কমনওয়েলথভুক্ত দেশের প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক

কভিড মহামারীতে বিশ্বব্যাপী নারীরা চাকরি হারিয়েছে ও বৈষম্য, শোষণ আর সহিংসতার শিকার হচ্ছে। বহির্বিশ্বের প্রেক্ষাপটে বিপুলসংখ্যক নারী লকডাউনে মার্কেট, শপিং মল, পর্যটন কেন্দ্র, উৎপাদন ও সেবা খাত বন্ধ হয়ে যাওয়ায় চাকরিচ্যুত হয়েছে। করোনা পরিস্থিতি থেকে উত্তরণ, কর্মজীবী নারী, নারী উদ্যোক্তাদের সহায়তা, নারীদের স্বাস্থ্য ও সুরক্ষার লক্ষ্যে জাতিসংঘের সহযোগী সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও কমনওয়েলথভুক্ত দেশসমূহকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। গতকাল সচিবালয়ে ‘ভার্চুয়াল মিটিং অব কমনওয়েলথ মিনিস্টারস ফর উইমেন্স অ্যাফেয়ার্স অ্যান্ড জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট অব কভিড-১৯’বিষয়ক ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের ডাক্তার, নার্স ও মেডিকেল টেকনোলজিস্টের ৮০ ভাগ নারী যারা অত্যন্ত ঝুঁকির মধ্য দিয়ে করোনাকালে সম্মুখসারীর যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে। বিদেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে এসেছে যার ফলে তাদের পরিবারের নারী ও শিশু খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা ঝুঁকির মধ্যে রয়েছে। এ ছাড়া আম্ফান ও বন্যায় প্রায় ৬ লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপুলসংখ্যক নারী ও শিশু আছে স্বাস্থ্যঝুঁকিতে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করোনা থেকে উত্তরণের লক্ষ্যে নারীদের আর্থিক, টেকনিক্যাল ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে। সরকার ২০ লাখ নারীকে ভিজিডি, মাতৃত্বকালীন ও কর্মজীবী ল্যাকটেটিং মা ভাতা প্রদান করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর