শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত

প্রতিবাদে মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ সদরের বেলতলী এলাকায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে সাতজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার চুরখাইয়ের হেলাল উদ্দিনের মেয়ে চামেলী ২৫) ও পারাইল গ্রামের আমজাদ আলীর ছেলে পলাশ (৩০)।

দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়দের অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আধা ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার বেলতলী এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রর দুই যাত্রী নিহত হন। আহত সাতজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে এলাকাবাসির দাবির প্রতি সহমর্মিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে যানচলাচল স্বাভাবিক করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর