শিরোনাম
মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি

সিলেট বিভাগে ৭২ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে ট্রাক, পিকআপ ভ্যান, বাসসহ সব ধরনের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ‘বৃহত্তর সিলেট পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ’। আজ শুরু হচ্ছে টানা ৭২ ঘণ্টার এ ধর্মঘট। সব ধরনের পরিবহনের মালিক-শ্রমিকদের নিয়ে বৈঠক করে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানান পরিষদের নেতা, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল। তিনি জানান, দীর্ঘদিন ধরে সিলেটের সব পাথর কোয়ারি বন্ধ। এতে পাথর উত্তোলন, ভাঙা ও পরিবহনের সঙ্গে জড়িত লাখো শ্রমিক বেকার হয়ে পড়েন। এ ছাড়া পাথর পরিবহন বন্ধ থাকায় কয়েক হাজার ট্রাক অচল। এ জন্য ট্রাকমালিকরা গাড়ির কিস্তি পরিশোধ করতে পারছেন না।

 কিস্তি দিতে না পারায় অনেক মালিকের গাড়ি কোম্পানি জব্দ করে নিয়ে গেছে। পাথর শ্রমিক, ট্রাক মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দাবি জানালেও পাথর কোয়ারি খুলে দেওয়ার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন।এদিকে গ্রিল সংযোজনের সিদ্ধান্ত বাতিল ও ব্যাটারিচালিত রিকশা, অটোবাইক, মিশুক ও প্রাইভেট গাড়ি দিয়ে যাত্রী পরিবহন বন্ধসহ পাঁচ দফা দাবিতে সিলেটে সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টা ধর্মঘটের প্রথম দিন অতিবাহিত হয়েছে। ধর্মঘটের কারণে গতকাল সিলেটে অটোরিকশা চলেনি। বিভিন্ন স্থানে দিনভর অটোরিকশা শ্রমিকদের পিকেটিং করতে দেখা গেছে। দাবি না মানলে ২৩ ডিসেম্বর সিলেট-ঢাকা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর