ভুয়া কোম্পানির এজেন্ট নিয়োগের নামে প্রায় ৫০০ ব্যক্তিকে চাকরি দেওয়ার নামে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতার তরিকুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার বারহাট্টা দামপাড়ার আবদুস সাত্তারের ছেলে। গতকাল দুপুরে মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে বিশেষ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান। এ সময় বলা হয়, ২০২০ সালে মুক্তাপানি ও টিএমএফ (তরিকুল, মোতালেব, ফিরোজ) ট্রেডার্স লিমিটেড নামে ভুয়া কোম্পানি গঠন করে এজেন্ট নিয়োগের জন্য রংপুর বিভাগের সাতটি জেলা ও উপজেলায় অফিস চালু করেন তরিকুল ইসলাম। পরে মুক্তাপানি ও টিএমএফ কোম্পানির এজেন্ট নিয়োগ দেওয়া হবে মর্মে পত্রিকায় ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে রংপুর মহানগরসহ বিভাগের ছয় শতাধিক ব্যক্তি মুক্তা কোম্পানির এজেন্ট ও কর্মী হতে আবেদন করেন। এরপর পাঁচ শতাধিক ব্যক্তির প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা নেয় গ্রেফতার তরিকুল ও তার সহযোগীরা। এভাবে তরিকুল পর্যায়ক্রমে ৪ কোটির বেশি টাকা হাতিয়ে নেন। পরে মুক্তাপানির এজেন্টদের পণ্য সরবরাহ না করে তরিকুল ও তার সহযোগীরা রংপুর থেকে ঢাকা পালিয়ে যায়। গত জানুয়ারি মাসে তরিকুলের নামে ভুক্তভুগীরা প্রতারণার অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে কোতোয়ালি থানায় তরিকুলের নামে প্রতারণার অপরাধে মামলা হয়। পরে পুলিশ কমিশনার মেট্রো ডিবির কাছে মামলাটি হস্তান্তর করেন। রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ ১৯ মার্চ বগুড়ার শিবগঞ্জের কালিতলা বাজার থেকে তরিকুলকে গ্রেফতার করে। গ্রেফতার মো. তরিকুল ইসলাম বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে চায়না কোম্পানিসহ বিভিন্ন বেনামি কোম্পানি এবং বিভিন্ন মন্ত্রণালয়/অফিসে নিয়োগ দেওয়ার নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। তরিকুলের ঢাকার নিকুঞ্জে একটি বিলাসবহুল বাসভবন রয়েছে বলে বিফিংয়ে উল্লেখ করা হয়।
শিরোনাম
- সময় চেয়ে ৪ মাসেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি বিজিএমইএ সভাপতি
- জলবায়ু সম্মেলনের আগে রক্তাক্ত রিও, নিহত ২০
- গাজায় নতুন হামলার নির্দেশ নেতানিয়াহুর
- চসিকের চারজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট গ্রহণের শুনানি পেছাল
- রাজধানীতে যুবককে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাই
- হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় ২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে : রিজভী
- ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ২ নভেম্বর
- যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে বিএনপি : প্রিন্স
- যুক্তরাষ্ট্র-চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার
- বিএনপি-এনসিপি জোট হবে কিনা বলার সময় আসেনি : সালাহউদ্দিন
- বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস সমাপ্ত
- সংসদ ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে: আলী রীয়াজ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪১
- জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
- ড্যাবের সভাপতি হারুন, মহাসচিব শাকিল
- ৩ বিচারপতির কাছে ব্যাখ্যা নয়, তথ্য চেয়েছেন প্রধান বিচারপতি
- চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা ১৯ বিপজ্জনক কন্টেইনার ধ্বংস
- নির্বাচনে প্রতি ভোটকেন্দ্রে থাকবেন ১৩ আনসার সদস্য : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ১ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্যারামাউন্ট স্কাইড্যান্স
৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর