ভুয়া কোম্পানির এজেন্ট নিয়োগের নামে প্রায় ৫০০ ব্যক্তিকে চাকরি দেওয়ার নামে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতার তরিকুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার বারহাট্টা দামপাড়ার আবদুস সাত্তারের ছেলে। গতকাল দুপুরে মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে বিশেষ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান। এ সময় বলা হয়, ২০২০ সালে মুক্তাপানি ও টিএমএফ (তরিকুল, মোতালেব, ফিরোজ) ট্রেডার্স লিমিটেড নামে ভুয়া কোম্পানি গঠন করে এজেন্ট নিয়োগের জন্য রংপুর বিভাগের সাতটি জেলা ও উপজেলায় অফিস চালু করেন তরিকুল ইসলাম। পরে মুক্তাপানি ও টিএমএফ কোম্পানির এজেন্ট নিয়োগ দেওয়া হবে মর্মে পত্রিকায় ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এর পরিপ্রেক্ষিতে রংপুর মহানগরসহ বিভাগের ছয় শতাধিক ব্যক্তি মুক্তা কোম্পানির এজেন্ট ও কর্মী হতে আবেদন করেন। এরপর পাঁচ শতাধিক ব্যক্তির প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা নেয় গ্রেফতার তরিকুল ও তার সহযোগীরা। এভাবে তরিকুল পর্যায়ক্রমে ৪ কোটির বেশি টাকা হাতিয়ে নেন। পরে মুক্তাপানির এজেন্টদের পণ্য সরবরাহ না করে তরিকুল ও তার সহযোগীরা রংপুর থেকে ঢাকা পালিয়ে যায়। গত জানুয়ারি মাসে তরিকুলের নামে ভুক্তভুগীরা প্রতারণার অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে কোতোয়ালি থানায় তরিকুলের নামে প্রতারণার অপরাধে মামলা হয়। পরে পুলিশ কমিশনার মেট্রো ডিবির কাছে মামলাটি হস্তান্তর করেন। রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশ ১৯ মার্চ বগুড়ার শিবগঞ্জের কালিতলা বাজার থেকে তরিকুলকে গ্রেফতার করে। গ্রেফতার মো. তরিকুল ইসলাম বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে চায়না কোম্পানিসহ বিভিন্ন বেনামি কোম্পানি এবং বিভিন্ন মন্ত্রণালয়/অফিসে নিয়োগ দেওয়ার নামে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। তরিকুলের ঢাকার নিকুঞ্জে একটি বিলাসবহুল বাসভবন রয়েছে বলে বিফিংয়ে উল্লেখ করা হয়।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর