শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

টিকার দ্বিতীয় ডোজ সারা দেশে

সবাইকেই গ্রহণের আহ্‌বান

প্রতিদিন ডেস্ক

টিকার দ্বিতীয় ডোজ সারা দেশে

সারা দেশে গতকাল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : চট্টগ্রামে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। গতকাল সকাল ৯টা থেকে চট্টগ্রামের ১৪ উপজেলা ও মহানগরের ১৫টি কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়। পাশাপাশি প্রথম ডোজের টিকাদান কার্যক্রমও চালু থাকবে বলে জানা গেছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এরই মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৪ লাখ ৯ হাজার ৪৫৩ জন। টিকার জন্য নিবন্ধন করেছেন ৫ লাখ ২০ হাজার ১১৩ জন।

সিলেট : করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজের প্রথম দিন সিলেট নগরীতে টিকা নিয়েছেন ১ হাজার ৩৬৮ জন। এ ছাড়া প্রথম ডোজের টিকা নিয়েছেন আরও ১২৫ জন। গতকাল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ লাইনস হাসপাতালে এ টিকা প্রদান করা হয়। টিকার ব্যবস্থাপনায় থাকা সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, সকাল ৯টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। গত ৭ ফেব্রুয়ারি যারা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, তাদের গতকাল দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

রাজশাহী : রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৬ লাখ ৩৮ হাজার ৬৪৩ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়। গতকাল থেকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে দ্বিতীয় দফায় প্রথম ডোজের ভ্যাকসিন কার্যক্রমও শুরু হয়েছে। গতকাল সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর ফজলে হোসেন বাদশা বলেন, ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর তার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। দ্বিতীয় ভ্যাকসিন নেওয়ার পরও তিনি সুস্থ এবং স্বাভাবিক আছেন। তাই ভ্যাকসিন সম্পর্কে কোনো অপপ্রচারে কান না দিয়ে দ্রুত ভ্যাকসিন গ্রহণ করার জন্য সবার প্রতি আহ্‌বান জানান।

টাঙ্গাইল : টাঙ্গাইলে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হয়েছে। সকালে প্রথমে দ্বিতীয় ডোজ টিকা নেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। এরপর সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাব উদ্দিন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদসহ অন্যরা দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সংসদ সদস্য, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আবদুস শহীদ দ্বিতীয় ডোজ টিকা নিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

রংপুর : রংপুরে করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টা থেকে রংপুর বিভাগের ৮ জেলায় একযোগে দ্বিতীয় ডোজের টিকা  দেওয়া কার্যক্রম শুরু হয়। রংপুর জেলায় প্রথম পর্যায়ে ১ লাখ ১৪ হাজার ডোজ টিকা এসেছে। রংপুর মেডিকেল কলেজ, সদর হাসপাতাল ও তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা দেওয়া হচ্ছে। রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা নেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, রংপুর  মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান, সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।

যশোর : যশোরে সকাল ৮টায় জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীন যশোর জেনারেল হাসপাতালে দ্বিতীয় ডোজের টিকা কার্যক্রম উদ্বোধন করেন। জেলায় ৩৬টি টিম ১২টি কেন্দ্রে দ্বিতীয় ধাপের টিকা কার্যক্রম পরিচালনা করছে। সকাল ৮টা থেকেই দ্বিতীয় দফার টিকা নেওয়ার জন্য কেন্দ্রগুলোতে মানুষ ভিড় করে।

হবিগঞ্জ : হবিগঞ্জে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির নিজের শরীরে দ্বিতীয় ডোজ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন। ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।

ঝিনাইদহ : ঝিনাইদহে সকাল থেকেই জেলা সদর হাসপাতালসহ ৬ উপজেলার নির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে টিকা প্রদান করা হয়। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, ঝিনাইদহে ৪ হাজার ৮০০ অ্যাম্পুল টিকা এসেছে। প্রতি অ্যাম্পুলে ১০ জন করে সর্বমোট ৪৮ হাজার জন টিকা গ্রহণ করতে পারবেন।

বরিশাল : বরিশালে সকাল থেকে মহানগরী এবং জেলার সব টিকা কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রথম দিন মহানগরীতে ৮০০ জনকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়। সকালে বরিশাল জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, দ্বিতীয় ডোজের টিকা নিতে লাইনে দাঁড়িয়েছেন অনেকে। এর আগে যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন এবং গতকাল যারা দ্বিতীয় ডোজ নিয়েছেন তারা কোনো শারীরিক সমস্যায় পড়েননি। পাশর্^প্রতিক্রিয়াও দেখা দেয়নি।

বিশ্বনাথ (সিলেট) : বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন ২১ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা জানান, উপজেলায় এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন ২ হাজার ৮২১ জন। এখন দ্বিতীয় ডোজ টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।

নেত্রকোনা : নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেত্রকোনা-২ (সদর বারহাট্টা) আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু দ্বিতীয় ডোজের প্রথম টিকা নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় জেলার সিভিল সার্জন মো. সেলিম মিয়া, পিপি অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুসহ প্রথম দিনের ১০ জন উপস্থিত থেকে টিকা নেন।

রাঙামাটি : সকাল ৯টায় রাঙামাটি সদর হাসপাতালে রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার টিকা নিয়ে এ কর্মসূচির শুরু করেন। এরপর টিকা গ্রহণ করেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ।

সর্বশেষ খবর